বৈদিক বিশ্ববিদ্যালয় (वैदिक विश्वविद्यालय) একটি বৈদিক বিশ্ববিদ্যালয় গড়ার সপ্ন.

1

বৈদিক বিশ্ববিদ্যালয় (वैदिक विश्वविद्यालय) 

একটি বৈদিক বিশ্ববিদ্যালয় গড়ার সপ্ন.


 🕉️ওঁ তৎ সৎ🕉️

অভয়ং কৃণুহি বিশ্বতো নঃ।
(যজুর্বেদ-৭.৩৭)
হে পরমাত্মন্ ! আমাকে সমস্ত দিক থেকে নির্ভয় করো।

--নমস্কার--
*** আমরা বহু মত-পথ অনুসরণ করি তাই কোনো বর্ণ, কোন মত, কোনো পথ, কোনো সংগঠন বিষয়ে, এখানে আলোচনা/সমালোচনা না করার অনুরোধ রইল। এখানে একটাই আলোচনা হবে সেটা হলো "আমাদের ২ টাকার ফান্ডে " বাংলাদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরদের কাছ থেকে অনুদান আদায় করার জন্য কিভাবে সবার দুয়ারে পৌঁছাব এবং আমাদের সনাতনীদের স্বার্থে সর্বজনীনভাবে  আধুনিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব সেই বিষয়ে সকলের মেধা শ্রম এবং আর্থিক সহায়তা কামনা করি।

ও৩ম্ তৎ সৎ "আমার ২ টাকার ফান্ড"

 

****লক্ষ্য ও উদ্দ্যেশ্যঃ- বাংলাদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে জন প্রতি ন্যূনতম ২/- (দুই) টাকা করে অনুদান আদায় করে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার সপ্ন বাস্তবায়ন করতে চাই। তাই আমাদের এই প্রতিষ্ঠানের এ্যাকাউন্টের নাম "আমার ২ টাকার ফান্ড" রাখা হয়েছে। সর্বজনীনভাবে সনাতন ধর্মাবলম্বীদের আগামী প্রজন্মের জন্য বাংলাদেশে প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এবং স্বদেশ, ভূমি, শিক্ষা সংস্কৃতি সভ্যতা ও আত্মোন্নতির লক্ষ্যে এক সাবলম্বী জাতি গঠনের জন্য একটি আধুনিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তার জন্য চর্মকার থেকে ব্রাহ্মণ এবং আজকের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার সহযোগিতা আমাদের লক্ষ্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে সনাতন ধর্মীয় আলোকে একটি শিক্ষা প্রতিষ্ঠান/গুরুকুল/বৈদিক বিশ্ববিদ্যালয় স্থাপন, তবে ময়মনসিংহে (প্রস্তাবিত) সাত (৭) একর জমি ক্রয় করে সেই জমির উপর এই আবাসিক বৈদিক শিক্ষালয় স্থাপন করা আমাদের লক্ষ্যে।



রেজিস্টেশন ফর্ম লিংক- https://shorturl.at/hjsNT

https://www.facebook.com/groups/amargurukul









Post a Comment

1Comments

  1. আপনাদের পদক্ষেপকে স্বাগত জানাই

    ReplyDelete
Post a Comment